ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫

১০ বছরের অপেক্ষার অবসান, রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাবিপ্রবির মাস্টার প্ল্যান অনুযায়ী বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত) এর একাডেমিক ভবন-১ এবং প্রশাসনিক ভবন-১ এর আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে রাবিপ্রবির উপাচার্য বলেন, আজকে আমরা ভীষণ উদ্বেলিত কারণ আমরা যে প্রত্যাশার উপর দাঁড়িয়ে আছি তার বাস্তবায়ন শুরু হলো। আপনারা আমাদের কাজগুলোকে ইতিবাচকতার সাথে পাহাড়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন ; কারণ এ অঞ্চলের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে এটির উন্নয়ন নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও কাম্য। কাজ করলে ভুল হতেই পারে; আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করে নিশ্চয়ই উন্নয়নের দিকে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, একটু একটু করে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আমরা ৪ টি বিল্ডিং এর মধ্যে আজ প্রশাসনিক ও একাডেমিক বিল্ডিং উদ্বোধন করলাম। যা আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে আশা করছি এবং আগামী মাসে আরো দুটি বিল্ডিং (ছাত্র হল ও ছাত্রী হল) এর উদ্বোধন হবে। এ ৪টি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। পাহাড়ের শান্তিপ্রিয় জনসাধারণ যেন এ বিশ্ববিদ্যালয়ের সুফল পায় তার জন্য আমাদের সকলের একযোগে কাজ করে যেতে হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের আজকের এ স্থাপনাসমূহের উদ্বোধন আমাদেরকে ও এ অঞ্চলের উচ্চ শিক্ষাকে এগিয়ে নেবে যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে এবং এ অঞ্চলের সুফল বয়ে আনবে”।

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শেলটেক ও কাজের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান উপাচার্য। 

এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী  বিজক চাকমা, সহকারী প্রকৌশলী  আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টিম লিডার মুকতাসিম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি